Notice

দূর্গাপূজা (বিজয়া দশমী ২৪ অক্টোবর), ফাতেহা-ই-ইয়াজদাহম (২৭ অক্টোবর) লক্ষীপূজা(২৮ অক্টোবর)

Date : 19 Oct, 2023

নোটিশঃ

এতদ্বারা প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "ধর্ম ীয় অনুষ্ঠানাদী উপলক্ষে আগামীকাল ২০ অক্টোবর হতে ২৮শে অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার পর্যন্ত  বিদ্যালয় বন্ধ থাকবে।

 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়।